নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাংবাদিক নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী ও সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
রোববার (১৪ জুলাই) বিচারক নূরে আলম এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, মামলার তদন্ত প্রতিবেদন সিআইডি দাখিল করে, যা গত ২ জুন আদালত আমলে নেয়। আজ শুনানির দিন আসামিদের আদালতে হাজির হতে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তারা উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়।
আদালত আবেদন মঞ্জুর করে তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৮ আগস্ট গ্রেপ্তারের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।