বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। অভিযোগে সৌরভ জানান, তাসকিন তাকে ফোনে ডেকে এনে মিরপুর এক নম্বর এলাকায় কিল-ঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর রাতেই তিনি মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “মিডিয়ায় সকালে খবরটা দেখি। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও দেখেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্য হয়, তা অত্যন্ত দুঃখজনক। একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো ঠিক নয়। এ বিষয়ে আপাতত বেশি কিছু বলতে চাই না, আগে সত্যতা নিশ্চিত হোক।” উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।