জুলাই সনদ ছাড়া শহীদ মিনার ছাড়ব না এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
“জুলাই ঘোষণাপত্র ও সনদ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না”—এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সরকারের সমালোচনা করে ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ‘পুশইন’ করার আহ্বান জানান।
রোববার (১৪ জুলাই) বিকেলে শেরপুর শহরের রঘুনাথবাজার থানা মোড়ে এক সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “দিল্লিতে হাজারো আওয়ামী সন্ত্রাসী নিয়ে স্বৈরাচার আশ্রয় নিয়েছে। অথচ ভারত আমাদের জনগণকে পুশইনের নামে ধোঁকা দিচ্ছে। সীমান্ত হত্যা ও ভারতীয়দের ঠেলে দেওয়া আর মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের মধ্যে যদি সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ না দেয়, তাহলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না। ৩ আগস্ট সব ছাত্র-জনতাকে শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানাই।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারা। এর আগে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা।
“১০ ট্রাক অস্ত্র আনলেন কেন?” — সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন
নেত্রকোনার মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে আরেকটি পথসভায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে বহু হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১০ ট্রাক অস্ত্রের ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ। যদি আপনি (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর) অস্ত্র হ্যান্ডল করতে না পারেন, তাহলে সেগুলো আনলেন কেন? এই অস্ত্রকাণ্ড দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি করেছে।”
এ পথসভায় উপস্থিত থেকে নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধানের দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
প্রতিবাদ ও নিরাপত্তা সংকট
এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনার মদনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। একইসঙ্গে নেত্রকোনা শহরেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ হয়।
অন্যদিকে, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার রাতে এনসিপির নির্ধারিত পথসভা অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তাহীনতার কারণে কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত না হওয়ায় স্থানীয় নেতারা দুঃখ প্রকাশ করেন।
ময়মনসিংহে পদযাত্রার ঘোষণা
ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলী হোসেন জানান, সোমবার (১৫ জুলাই) নগরীতে পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
বিশ্লেষকরা মনে করছেন, এনসিপি ও ছাত্র সংগঠনগুলোর লাগাতার কর্মসূচি ও বিক্ষোভ নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।