ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর যমুনাস্থ সরকারি বাসভবনে নির্বাচন প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা বাহিনীর করণীয় ও দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা সকল বাহিনীকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।