গোপালগঞ্জে পুলিশ গাড়িতে আগুন, অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচি অনুযায়ী গোপালগঞ্জ পৌর পার্কে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের খবর ছিল। এই কর্মসূচি ব্যাহত করতে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।
তিনি আরও জানান, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।