কোপা আমেরিকা নারী ফুটবলে নাটকীয় ফাইনাল, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নবম শিরোপা ব্রাজিলের
কোপা আমেরিকা ফেমেনিনার ইতিহাসে আবারও শ্রেষ্ঠত্বে ফিরলো ব্রাজিলের নারী দল। রবিবার (স্থানীয় সময়) অনুষ্ঠিত এক নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ৪-৪ থাকায় টাইব্রেকারে গড়ায় উত্তেজনাকর এই লড়াই।
এবারের শিরোপা জয়ে ১০ আসরের মধ্যে ৯টিই নিজেদের করে নিল ব্রাজিল। কেবল ২০০৬ সালের আসর ছাড়া বাকি সবগুলোতেই সেরার মুকুট তাদের দখলে। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে আবারও হতাশা নিয়ে ফিরতে হলো কলম্বিয়াকে।
ম্যাচের ২৫তম মিনিটে লিন্দা কাইসেদোর গোলে লিড নেয় কলম্বিয়া। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল, তবে আমান্দা গুতিয়েরেসের চমৎকার গোলে ফের সমতায় ফেরে দলটি।
শেষদিকে রমিরেজের গোলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া, তবে ম্যাচের নিয়ন্ত্রণ একবারে ছাড়েনি ব্রাজিল। মাঠে নেমেই মার্তা শক্তিশালী শটে গোল করে ম্যাচে ফেরান সেলেসাওদের। অতিরিক্ত সময়েও মার্তা হেডে গোল করে দলকে লিডে নিয়ে যান, যদিও লেইসি সান্তোসের ফ্রি-কিকে আবারও সমতায় ফেরে কলম্বিয়া।
১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে লুয়ানির সফল শটের পর ক্যারাবালির মিসে শিরোপা ছিনিয়ে নেয় ব্রাজিল।
৩৫ বছরের কোপা আমেরিকার ইতিহাসে এটিই তাদের নবম শিরোপা এবং ২০১০ সাল থেকে টানা পঞ্চমবার ট্রফি জয়। ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন এক উত্তেজনাপূর্ণ, নাটকীয় ও রোমাঞ্চকর ফাইনাল, যা নারী ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।