সন্তান জন্মের পর থেকে রূপালি পর্দায় খুব একটা দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিগুলোই ছিল তাঁর সাম্প্রতিক কাজ। গত বছরের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর তিনি দীর্ঘদিন ছিলেন আড়ালে।
তবে ধীরে ধীরে ফিরছেন কাজে। সম্প্রতি মার্জার সরণীতে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এর মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় পর্বের শুটিং ঘিরে নানা আলোচনা চলছে। আবার দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করার শর্ত রাখায় বলিউডে তৈরি হয়েছে বিতর্ক। নতুন করে শোনা যাচ্ছে, আরও একটি ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
২০১৫ সালের হলিউড ছবি দ্য ইন্টার্ন-এর বলিউড রিমেক নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। মূল ছবিতে অ্যানি হ্যাথওয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকার। কাহিনি অনুযায়ী, চরিত্রটি এক নারী উদ্যোক্তার, যিনি এক বর্ষীয়ান ব্যক্তিকে ‘ইন্টার্ন’ হিসেবে নিয়োগ দেন। সেই বর্ষীয়ান চরিত্রে প্রথমে থাকার কথা ছিল ঋষি কপূরের, কিন্তু ২০২০ সালে তাঁর মৃত্যুর পর এই ভূমিকায় আসেন অমিতাভ বচ্চন। নানা কারণে শুটিং বারবার পিছিয়েছে।
এবার জানা গেছে, নায়িকার ভূমিকায় আর থাকছেন না দীপিকা। তিনি শুধু প্রযোজক হিসেবে যুক্ত থাকতে চান। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দীপিকা আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যাতে প্রযোজক হিসেবে বেশি সময় দিয়ে নতুন প্রকল্প পরিকল্পনা করতে পারেন। ইতিমধ্যেই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে।
বলিউডে নিজেকে ভিন্ন ভূমিকায় প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটি হচ্ছে দ্য ইন্টার্ন। সূত্রের ভাষায়, “আগামী বছরে দীপিকা এমন গল্প নিয়ে আসবেন, যা সারা বিশ্বের দর্শকের কাছে পৌঁছাবে।”
এদিকে, শিগগিরই শাহরুখ খানের বিপরীতে কিং ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি কল্কি ২৮৯৮ এডি-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হবে।
সূত্র: আনন্দবাজার