যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিকদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় প্রভাবশালী মিডিয়া মোগল রুপার্ট মারডককেও আসামি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
মামলার মূল অভিযোগ, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি ইপস্টেইনের সম্পর্ক নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা তার আর্থিক ও সামাজিক সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। শুক্রবার (স্থানীয় সময়) ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি চান না এই বিতর্ক আরও ছড়িয়ে পড়ুক এবং তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক। এদিকে, ট্রাম্প মার্কিন বিচার বিভাগকে ম্যানহাটন ফেডারেল কোর্টে আবেদন জমা দিতে বলেছেন, যাতে ইপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের গ্র্যান্ড জুরি সাক্ষ্যসমূহ জনসমক্ষে প্রকাশ করা যায়। উল্লেখ্য, ঘিসলেইন ম্যাক্সওয়েল ২০২১ সালে নাবালিকাদের যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হন।
মামলায় ট্রাম্প দাবি করেছেন, ডাও জোন্স, নিউজ কর্প, মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষতিসাধনের জন্য এই প্রতিবেদন তৈরি করেছেন। ডাও জোন্স হলো নিউজ কর্প-এর একটি বিভাগ, যা ওয়াল স্ট্রিট জার্নালের মালিক।
মামলা দায়েরের আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেন, “আমি রুপার্ট মারডককে আদালতে সাক্ষ্য দিতে দেখার জন্য অপেক্ষা করছি। তার ‘আবর্জনার স্তূপ’ পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালও থাকবে। এটা চমৎকার অভিজ্ঞতা হবে!!!”
এদিকে ডাও জোন্স জানিয়েছে, তারা তাদের প্রতিবেদনের নির্ভুলতা নিয়ে আত্মবিশ্বাসী এবং মামলাটি দৃঢ়ভাবে মোকাবিলা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলা ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার ও আসন্ন নির্বাচনে তার ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলতে পারে।