দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিযোগিতা আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ভাবছে বোর্ড। চলতি বছরের এনসিএল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এর আগেও এনসিএলে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ ছিল, যা স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানান, “আমরা চাইবো বোর্ডের অনুমোদন নিয়ে আবারও প্রতি দলে একজন করে বিদেশি খেলোয়াড় খেলাতে। আগে এটা হতো, কিন্তু এখন দীর্ঘদিন ধরে আর হচ্ছে না।” তিনি আরও বলেন, “বর্তমানে এনসিএলের খেলা ঘাসের উইকেটে আয়োজন করা হয়। যদি কোনো মানসম্পন্ন বিদেশি পেসার অংশ নেয়, তাহলে সেটা আমাদের দেশীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং ও উপকারী হবে। তারা ভালো মানের বোলারদের বিপক্ষে খেলে উন্নতি করতে পারবে।”
তবে এর বড় চ্যালেঞ্জ হচ্ছে, উপযুক্ত সময়ে বিদেশি খেলোয়াড়দের পাওয়া। কারণ একই সময়ে ভারতে রঞ্জি ট্রফি এবং পাকিস্তানে কায়েদ-ই-আজম ট্রফির মতো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে করে উপমহাদেশীয় খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “আমাদের হয়তো অন্য দেশের দিকেও তাকাতে হবে।”
এদিকে বিসিবির প্রধান নির্বাচক ও প্রোগ্রাম প্রধান মিনহাজুল আবেদীন জানান, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এনসিএল টি–টোয়েন্টি দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া ক্রিকেট মৌসুম। তিনি বলেন, “গতবার একটি ভেন্যুতে পুরো টুর্নামেন্ট হয়েছিল, এবার আমরা তিনটি ভেন্যু নির্ধারণ করেছি।”
এছাড়া ডিসেম্বরের ৪ থেকে ১০ তারিখের মধ্যে হতে পারে ৫০ ওভারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চার দিনের বিসিএল মাঠে গড়াবে বিপিএলের পর, আগামী ফেব্রুয়ারিতে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের বিসিএলে একটি বিদেশি দল অংশ নিতে যাচ্ছে। সম্ভাব্যভাবে আফগানিস্তানের ‘এ’ দল অথবা তাদের হাই পারফরম্যান্স ইউনিটকে আনা হবে বলে জানা গেছে।