ইতালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান, নিহত ২
ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত হাইওয়েতে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের পাইলট ও একমাত্র যাত্রী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, যা মুহূর্তে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
নিহতরা হলেন ৭৫ বছর বয়সী সার্জিও রাভাগলিয়া, পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট, ও তার বান্ধবী ৬০ বছর বয়সী অ্যান মারি ডি স্টেফানো। উভয়েই মিলান শহরের বাসিন্দা ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট মডেলের বিমানটি সম্ভবত জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু হাইওয়েতে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা অবস্থায় বিমানটি পড়ে যাওয়ার সময় আশেপাশে চলন্ত গাড়িগুলো দ্রুত পাশ কাটিয়ে যায়। দুর্ঘটনায় দুই গাড়িচালক আহত হলেও তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। ঘটনার তদন্ত শুরু করেছে ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর অফিস। বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।