আসন সীমানা নির্ধারণে কারিগরি কমিটি গঠন করলো নির্বাচন কমিশন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণে সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ঐকমত্যের আলোচনায় বিভিন্ন দলের সম্মতির ভিত্তিতে এ উদ্যোগ নেয় ইসি। পূর্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ ধরনের বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেছিল।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে এবং সদস্য সচিব সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অন্য সদস্যরা হলেন—ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকার কে এইচ রাজিমুল করিম, তথ্য-প্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ফারহানা আহমেদ এবং পরিসংখ্যানবিদ হিফজুর রহমান।
কমিটি প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞ বা কর্মকর্তা কো-অপ্ট করতে পারবে। সাত দিনের মধ্যে এরা নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা নির্ধারণ কমিটির কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।