পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করা সময় ৩৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় পরিচালিত অভিযানে এসব জঙ্গিকে লক্ষ্যবস্তু করা হয়। সেনাবাহিনী নিহতদের ‘খারিজি’ হিসেবে উল্লেখ করেছে, যা পাকিস্তানি তালেবানের জন্য সরকারের ব্যবহৃত একটি শব্দ।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ওই এলাকায় সম্ভাব্য লুকিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূলের উদ্দেশ্যে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই জঙ্গিদের বাধা দিতে ‘সুনির্দিষ্ট’ গোলাগুলির মাধ্যমে মোকাবেলা করা হয়। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান সূত্রে জানা গেছে, ‘আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন বাজি রেখে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের দুষ্ট পরিকল্পনা নস্যাৎ করেছে।’
সূত্র: ডয়েচে ভেল