স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীকে ভোট হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন হয়েছে।
আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী বৈঠকে অনুমোদন করা হয়েছে। এর ফলে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র, অর্থাৎ নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে অংশ নেবেন।