সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া ৩১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এখনও পরিশোধ করেননি গায়ক জাস্টিন বিবার। টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ শোধে এখন স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’-এর বিলিয়ন ডলারের চুক্তির অর্থের দিকেই তাকিয়ে আছেন তিনি। কারণ, এই মুহূর্তে বিবারের হাতে প্রয়োজনীয় নগদ অর্থ নেই।
২০২২ সালে বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে ‘জাস্টিস ট্যুর’সহ সব অনুষ্ঠান বাতিল করতে হয় বিবারকে, যার ফলে প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়। তখন স্কুটার ব্রন তার কোম্পানির মাধ্যমে এই অর্থ ঋণ দেন বিবারকে। এ ছাড়া ম্যানেজার কমিশন বাবদ আরও ১১ মিলিয়ন ডলার পেতেন, যার অর্ধেক পরিশোধে রাজি হন বিবার। অতিরিক্ত ৮ মিলিয়ন ডলারের কমিশন ব্রন মাফ করে দেন। সবমিলে বিবারের কাছে প্রায় ৩১.৫ মিলিয়ন ডলারের দেনা রয়েছে।
এই ঋণ শোধে তিনি এখন নির্ভর করছেন হেইলি বিবারের সাম্প্রতিক ব্যবসায়িক চুক্তির ওপর। গত মে মাসে হেইলি তার কসমেটিক ব্র্যান্ড ‘রোড’ এক বিলিয়ন ডলারে বিক্রি করেছেন বিউটি কোম্পানি ইএলএফ-এর কাছে। এই চুক্তি থেকে বিবারের প্রায় ৫০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দিয়ে তিনি ঋণ শোধ করতে পারবেন।
প্রায় ১৮ মাস আগে জাস্টিন তার মিউজিক ক্যাটালগ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন। তবে ট্যাক্স, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী ও ব্যক্তিগত খরচ মেটানোর পর তার কাছে খুব বেশি অর্থ অবশিষ্ট ছিল না।
এদিকে, হেইলির একজন প্রতিনিধি টিএমজেডকে বলেন, “রোড-এর এই ঐতিহাসিক বিক্রি হেইলির জন্য বিশাল অর্জন। তবে এর সঙ্গে জাস্টিনের ব্যবসায়িক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।” যদিও টিএমজেডকে এক সূত্র জানিয়েছে, এখন পুরো পরিবারই হেইলির আয়ের ওপর নির্ভর করছে। এ বিষয়ে জাস্টিন বা ব্রনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।