যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুয়াইদা জেলায় কয়েক দিনের বিমান হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার পর এই যুদ্ধবিরতি অস্থায়ী শান্তি বয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোরে এক্সে (পূর্বের টুইটার) দেওয়া পোস্টে ব্যারাক জানান, ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এই যুদ্ধবিরতি তুরস্ক, জর্ডান এবং সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
পোস্টে তিনি বলেন, “আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের সবাইকে অস্ত্র ত্যাগ করে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান জাতীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানাই, যা শান্তি ও সমৃদ্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।”
তবে সিরিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সুয়াইদা জেলায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সীমিত সংখ্যক সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।