গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। তিনি বলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে না আসে, তবে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস।
২০ মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান, সম্প্রতি হামাস এমন একটি প্রস্তাব দিয়েছিল যেখানে সব ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির কথা বলা হয়। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, “নেতানিয়াহু সরকারের কাছে বন্দিদের মুক্তির কোনো গুরুত্ব নেই। আমরা এমন একটি চুক্তির পক্ষে যেখানে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করবে এবং ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে।”
তিনি আরও জানান, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল সরে এলে হামাসও আর কোনো আংশিক চুক্তিতে যাবে না। এমনকি ১০ বন্দির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও গ্রহণ করবে না তারা। গাজায় এখনো প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে জানান তিনি।
আবু ওবাইদা বলেন, হামাস যোদ্ধারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করতে লড়াই চালিয়ে যাবে। আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, “তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের রক্তের বোঝা তোমাদের কাঁধে।”
এদিকে শুক্রবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৪০ হাজার।