মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধ আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জারিফ ফারহান (১৩)।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় জারিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল, যা মারাত্মক জটিলতার সৃষ্টি করে।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শ্বাসনালীতে সংক্রমণের ঝুঁকি দেখা দিলে বুধবার তাকে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে।
রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন এবং আহত হন আরও অনেকেই। জারিফের মৃত্যুর মধ্য দিয়ে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বেড়ে গেল।
সারা দেশজুড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে।