ভয়াবহ দাবানলে গ্রিসে জরুরি অবস্থা, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে
গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশে ভয়াবহ দাবানলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে পাঁচটি বড় দাবানল ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের এফিদনস ও তার আশপাশের অঞ্চল। ইতোমধ্যে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দাবানলের তীব্রতা এতটাই বেশি যে, জ্বলন্ত কাঠের গন্ধ এথেন্সের কেন্দ্রেও ছড়িয়ে পড়েছে।
গ্রিস সরকারের পক্ষ থেকে দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাওয়া হয়েছে। চলমান দাবদাহের মধ্যে রোববার দেশটিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোজিয়ানিস এক বিবৃতিতে জানিয়েছেন, দমকল কর্মীরা আহত হয়েছেন, মানুষের জীবন ও সম্পত্তি হুমকিতে পড়েছে, বনাঞ্চল পুড়ে গেছে। প্রবল গরমের সঙ্গে বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ছয়টি দমকল বিমান চাওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে।
এফিদনস থেকে শুরু হওয়া আগুন দ্রোসোপিজি, ক্রিওনেরি ও আজিওস তেফানোস পর্যন্ত ছড়িয়ে পড়ায় ওই এলাকাগুলোর বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বিভাগ জানিয়েছে, মূল অগ্নিকেন্দ্র নিয়ন্ত্রণে আনা গেলেও বিভিন্ন এলাকায় এখনও আগুন ছড়িয়ে রয়েছে। দুই শতাধিক দমকল কর্মী, হেলিকপ্টার ও পানি ছোড়ার বিমান দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, ইভিয়া দ্বীপের পিসোনা এলাকায় আরও একটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের কারণে বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, পুড়ে গেছে খুঁটি ও তার। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে উদ্ধার ও জরুরি সেবার বিভিন্ন ইউনিট।