দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সোমবার (১৪ জুলাই) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানান এবং অর্থনৈতিক সংস্কার এজেন্ডার জন্য ড. ইউনূসের প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমে জুট উপস্থিত ছিলেন। তিনি ২০১৩-২০১৫ সালে বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সমর্থনের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় দেশটি ছিল ভূমিকম্পপরবর্তী বিপর্যস্ত এলাকার মতো।” তিনি জুলাই বিদ্রোহে তরুণদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই জুলাই মাসকে নারী দিবস হিসেবে পালন করছি। তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। তরুণরাই দেশের মূল শক্তি। তাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে।”
বৈঠকে আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) সাম্প্রতিক অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় টার্মিনালের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নেট বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ঋণ প্রবাহ ও শক্তিশালী ইকুইটি বিনিয়োগের কারণে সম্ভব হয়েছে।