পশ্চিমবঙ্গে ১০০ সিনেমা হল নির্মাণ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গজুড়ে নির্মিত হতে যাচ্ছে ১০০টি নতুন সিনেমা হল। বিষয়টি নিজেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত বৃহস্পতিবার ‘মহানায়ক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ একটা ভালো মডেল তৈরি করেছে। অফিসাররা দেখে এসে আমাকে জানিয়েছে। প্রায় ১০০টি জায়গায় ৪০ থেকে ৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন ছোট ছোট সিনেমা হল বানাচ্ছে ও। এই উদ্যোগ দেখে আমরা সত্যিই খুশি।”
তিনি আরও বলেন, “প্রসেনজিতের এই মডেলের মাধ্যমে সিনেমা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। প্রত্যন্ত এলাকার মানুষও সিনেমা দেখার সুযোগ পাবে। পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো বাজারও পাবে।”
অনুষ্ঠানে প্রসেনজিত নিজেও উপস্থিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রী যে এমন ঘোষণা দেবেন, তা তিনি আগে থেকে আঁচ করতে পারেননি—তা তার চেহারায় স্পষ্ট ছিল বলে জানান উপস্থিত অনেকে।
উল্লেখ্য, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে একক পর্দার (সিঙ্গেল স্ক্রিন) সিনেমা হলগুলোর অবস্থা বর্তমানে বেশ খারাপ। বহু হল বন্ধ হয়ে গেছে কিংবা শপিং মলে রূপান্তরিত হয়েছে। এর আগে এসব হল আধুনিকায়নের চেষ্টা চালিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তবে প্রসেনজিতের পরিকল্পনা খানিকটা ভিন্ন।
তিনি সিনেমা হলগুলো গড়ছেন আরও ছোট পরিসরে, মাইক্রো ফরম্যাটে। প্রতিটি হলে ৪০ থেকে ৫০ জন দর্শকের বসার ব্যবস্থা থাকবে। লক্ষ্য, কম খরচে বেশি জায়গায় সিনেমা পৌঁছে দেওয়া এবং সিনেমা সংস্কৃতিকে আবারও প্রাণ দেওয়া।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এটি হতে পারে এক নতুন যুগের সূচনা।