
জওয়ান সিনেমা দিয়ে বলিউডেও দারুণ পরিচিতি পেয়েছেন দক্ষিণের অ্যাটলি কুমার। সেই সিনেমা মুক্তির দুই বছর পর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক, সঙ্গে নতুন জুটি। আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন অভিনীত ‘AA22xA6’ শিরোনামের প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
শোনা যাচ্ছে, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির জন্য দীপিকা টানা ১০০ দিনের শিডিউল দিয়েছেন।
জানা গেছে, এই ছবিতে আল্লু অর্জুন এবং দীপিকা দুজনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন। সূত্র অনুযায়ী, ছবিটির শুটিং চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি মুক্তি পেতে পারে।
অ্যাটলির এই ছবিটি আল্লু অর্জুনের সঙ্গে তার প্রথম কাজ। ছবিটি বিশাল বাজেটে তৈরি করা হচ্ছে এবং এটি প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিতে ভরপুর অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা থাকবে।