থানার ওসি পদে নিয়োগে নতুন ২২ দফা নীতিমালা জারি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ ও বদলির ক্ষেত্রে নতুন করে ২২ দফা নীতিমালা নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি এসব নির্দেশনা আইজিপির পক্ষ থেকে সব ইউনিটে পাঠানো হয়েছে।
প্রধান নির্দেশনাগুলো:
দণ্ডপ্রাপ্ত পরিদর্শক অযোগ্য: আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে পুরো চাকরি জীবনে কেউ একটি গুরুদণ্ড পেলেও তিনি ওসি হতে পারবেন না।
এক থানায় দ্বিতীয়বার নয়: কোনো কর্মকর্তা একবার কোনো থানায় ওসি থাকলে তাকে আবার সেখানে ওসি করা যাবে না।
বয়সসীমা: ৫৪ বছরের বেশি বয়সী পরিদর্শক ওসি হিসেবে পদায়নের যোগ্য নন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান বা তদূর্ধ্ব উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
দণ্ডসংক্রান্ত নিষেধাজ্ঞা: ২টি দণ্ড বা চাকরিজীবনে ৩টির বেশি গুরুদণ্ড থাকলে ওসি পদে অযোগ্য হবেন।
বদলি নীতিমালা: একজন ওসি সর্বোচ্চ তিন বছর একই থানায় এবং সর্বোচ্চ চারটি থানায় (বা ছয় বছর) দায়িত্ব পালনের পর ওসি পদে আর বিবেচিত হবেন না।
ফিটলিস্ট ও প্রশিক্ষণ সংক্রান্ত নিয়ম:
ওসি হতে হলে পরিদর্শক (নিরস্ত্র) পদে কমপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিটলিস্টভুক্ত হতে হবে।
ফিটলিস্টভুক্তদের ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (PSMC)’ সম্পন্ন করতে হবে।
বিগত পাঁচ বছরের গড় ACR নম্বর কমপক্ষে ৮০ থাকতে হবে এবং গত তিন বছরে কোনো বিরূপ মন্তব্য থাকলে বিবেচনা করা হবে না।
প্রশিক্ষণের ফলাফল ও শারীরিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।
পদায়ন এলাকায় নিষেধাজ্ঞা:
ওসির নিজ জেলা বা স্ত্রী/স্বামীর জেলায় পদায়ন করা যাবে না।
সর্বশেষ কর্মস্থল/জেলা/ইউনিটে পদায়ন করা যাবে না।
ফিটলিস্টভুক্তদের গ্রুপ-১ বা গ্রুপ-২ ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে।
গ্রুপভিত্তিক ইউনিট শ্রেণিবিন্যাস:
গ্রুপ-১: ডিএমপি, সিএমপি, কেএমপি, এসএমপি ইত্যাদি
গ্রুপ-২: বিভাগীয় রেঞ্জ
গ্রুপ-৩: প্রশিক্ষণ ও বিশেষ ইউনিট
গ্রুপ-৪: নৌ, রেল, ট্যুরিস্ট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইত্যাদি
এই নীতিমালাগুলোর লক্ষ্য ওসি পদে পেশাগত শৃঙ্খলা ও দক্ষতা নিশ্চিত করা এবং পুলিশের অভ্যন্তরে সুশাসন প্রতিষ্ঠা।