তুরস্কে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে প্রাণ গেল ১০ জনের
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিসেহিরের কাছে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী। দেশটির কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন উদ্ধারকারী সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তীব্র তাপদাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী এলাকায় দাবানল শুরু হয়। আগুনের ভয়াবহতায় আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে এবং অনেক বাড়িঘর হুমকির মুখে পড়ে। মন্ত্রী ইউমাকলি আরও জানান, মোট ২৪ জন কর্মী হঠাৎ করে আগুনের লেলিহান শিখার মাঝে পড়ে যান, যাদের মধ্যে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং সংবাদমাধ্যম বারগুন প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১১ বলে জানালেও সরকারি হিসাব অনুযায়ী সংখ্যা ১০। বারগুন-এর এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ আগুনের দিক পরিবর্তনের ফলে কর্মীরা ফাঁদে পড়ে যান এবং সেখানেই আগুনে পুড়ে মৃত্যু ঘটে তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বের টুইটার)-এ হাতিপোগলু লিখেছেন, “এই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না।”
তুরস্কজুড়ে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত রবিবার থেকে দেশটির বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে দাবানলের মতো দুর্যোগ বাড়ছে। বিজ্ঞানীরা বারবার সতর্ক করে আসছেন যে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে, যার ফলে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘনঘন এবং ভয়াবহ আকার ধারণ করছে।