
জুলাই গণ-অভ্যুত্থানের আট শহীদের গেজেট বাতিল করেছে সরকার
ঢাকা, ৩ আগস্ট — অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হিসেবে স্বীকৃত আটজনের গেজেট বাতিল করেছে। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ওই শহীদদের নাম সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে গেজেট বাতিলের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এতে শুধু বলা হয়েছে, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫” এবং “রুলস অব বিজনেস” অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেজেট বাতিল হওয়া শহীদরা হলেন:
-
মো. খলিলুর রহমান তালুকদার (টাঙ্গাইল, গেজেট নম্বর ২২৯)
-
মুসলেহ উদ্দিন (ঢাকা রামপুরা, গেজেট নম্বর ২২৪)
-
জিন্নাহ মিয়া (নরসিংদী, গেজেট নম্বর ৩৭৫)
-
শাহ জামান (ঢাকা দৌলতখান, গেজেট নম্বর ৬১১)
-
মো. রনি (সাভার, গেজেট নম্বর ৭৬৬)
-
তাওহিদুল আলম জিসান (নারায়ণগঞ্জ, গেজেট নম্বর ৮১৮)
-
বশির সরদার (পটুয়াখালী, গেজেট নম্বর ৮২৩)
-
বাধন (শরীয়তপুর, গেজেট নম্বর ৮৩৬)
এর আগে সরকার দুই দফায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হিসেবে ৮৪৪ জনের নাম প্রকাশ করে। প্রতিটি গেজেটে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবা-মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জেলা ও বিভাগ উল্লেখ ছিল।
সরকার শহীদ পরিবারগুলোর জন্য এককালীন ৩০ লাখ টাকা অনুদানের পাশাপাশি সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসনসহ নানা সুবিধা ঘোষণা করেছিল।
তবে গেজেট বাতিলের ঘটনাকে কেন্দ্র করে শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তাদের দাবি, বাতিলের পেছনের কারণ ও যাচাইপ্রক্রিয়া সম্পর্কে সরকারকে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে।