চিত্রনায়ক জসিমের ছেলে ও ‘ওনড’ ব্যান্ডের সংগীতশিল্পী রাতুল আর নেই
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আবুল খায়ের জসিম উদ্দিনের ছেলে ও ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ.কে রাতুল আর নেই। আজ রোববার (১৪ জুলাই) ঢাকার উত্তরা এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
রাতুলের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ‘ওনড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতুলকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে লুবানা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিভাবান সংগীতশিল্পী এ.কে রাতুল ছিলেন দেশের আন্ডারগ্রাউন্ড মিউজিক দৃশ্যের একটি পরিচিত মুখ। তাঁর অকাল মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, চিত্রনায়ক জসিমের তিন ছেলে—এ.কে রাহুল, এ.কে রাতুল ও এ.কে সামী—তাদের বাবার অভিনয়ের পথ না বেছে নিয়ে সংগীতকেই নিজেদের অভিব্যক্তির মাধ্যম হিসেবে গ্রহণ করেন। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে যুক্ত। অন্যদিকে, রাতুল ও সামী ছিলেন ‘ওনড’ ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
রাতুলের হঠাৎ চলে যাওয়া সংগীত অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।