গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল তারা। তবে এবার চ্যাম্পিয়ন হতে পারল না রংপুর। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া হয়।
শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিক গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস দ্রুত ফিরে গেলেও জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ দাঁড় করায় তারা। চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও একটি ছক্কা। গুরবাজ করেন ৩৮ বলে ৬৬ রান, হাঁকান ছয়টি চার ও চারটি ছক্কা। এই দুই ব্যাটার ১২৭ রানের জুটি গড়েন। শেষদিকে রোমারিও শেইফার্ড মাত্র ৯ বলে ২৮ রান করে দলের স্কোর নিয়ে যান ১৯৬ রানে।
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। ২৯ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ওপেনার ইব্রাহিম জাদরান (৫), সৌম্য সরকার (১৩) এবং কাইল মেয়ার্স (৫) ব্যর্থ হন। এরপর সাইফ হাসান ও ইফতিখার আহমেদ ৭৩ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। সাইফ ২৬ বলে ৪১ রান (৩টি চার, ৩টি ছক্কা) ও ইফতিখার ২৯ বলে ৪৬ রান (৪টি ছক্কা, ১টি চার) করেন। তবে দুজনই ১৫ রানের ব্যবধানে আউট হলে হারের পথে যায় রংপুর।
শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করে (৩টি ছক্কা, ১টি চার) ব্যবধান কমান। কিন্তু ১ বল বাকি থাকতেই ১৬৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।
গায়ানার বোলারদের মধ্যে ডোয়াইন প্রিটোরিয়াস ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন। ইমরান তাহির ও গুদাকেশ মতি নেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খালেদ আহমেদ এদিন ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন।