গাজা যুদ্ধ বন্ধে পশ্চিমা ২৫ দেশের বিবৃতি
গাজায় চলমান যুদ্ধ বন্ধে ২৫টি পশ্চিমা দেশ এক যৌথ বিবৃতিতে যুদ্ধের অবসান চেয়ে আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশসহ এই দেশগুলো সোমবার বিবৃতিতে বলেছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, তাই এই যুদ্ধ “এখনই বন্ধ হওয়া উচিত”।
বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটানো। তারা রক্তপাত বন্ধে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে গাজায় ইসরায়েল-সমর্থিত জিএইচএফ (গাজা হিউম্যানিটারিয়ান ফান্ড) কেন্দ্রিক ত্রাণ কার্যক্রমকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে বলা হয়েছে, এটি গাজাবাসীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করছে। বিবৃতিতে ধাপে ধাপে ত্রাণ বিতরণ ও পানির খোঁজে থাকা শিশু ও বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়।
তারা বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে বেসামরিক সহায়তা আটকে দেওয়া অগ্রহণযোগ্য। সেই সঙ্গে আহ্বান জানানো হয়, ইসরায়েল যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের দায়িত্ব পালন করে এবং অবিলম্বে সহায়তার ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়। জাতিসংঘের তথ্যমতে, জিএইচএফ-এর মাধ্যমে খাদ্য নিতে গিয়ে ইতিমধ্যেই ৮৭৫ জন প্রাণ হারিয়েছে।
বিবৃতিতে হামাসের হাতে জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে তাদের মুক্তির পথ উন্মুক্ত হবে। এছাড়া স্বাক্ষরকারী দেশগুলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনসংখ্যা বা ভৌগোলিক পরিবর্তনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে এবং ইসরায়েলের প্রস্তাবিত ‘মানবিক শহরে’ ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।