কাল থেকে ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন, পুরোনো ভিডিও দিয়ে আয় বন্ধ
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ১৫ জুলাই (মঙ্গলবার) থেকে কনটেন্ট নির্মাতাদের জন্য একটি নতুন নিয়ম চালু করছে। এই নিয়ম অনুযায়ী, আগে প্রকাশিত ভিডিও পুনরায় আপলোড করে আর আয় করা যাবে না।
ইউটিউব বলছে, প্ল্যাটফর্মে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এবং মূল কনটেন্ট নির্মাতাদের সুরক্ষা দিতেই এই পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে অনেক ইউটিউবার পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে অথবা অন্যের তৈরি ভিডিও কিংবা এআই দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছিলেন। এই ধরনের অপব্যবহার বন্ধ করতেই নতুন নীতিমালা কার্যকর হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সবসময় নিজস্ব ও মৌলিক ভিডিও তৈরির ওপর জোর দেয়। তাই ১৫ জুলাই থেকে আপলোড করা প্রতিটি ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ মূল্যায়ন করবে এবং সেই অনুযায়ী আয় নির্ধারণ করা হবে।
এই পরিবর্তনের ফলে মূল ও সৎ কনটেন্ট নির্মাতারা উপকৃত হবেন, অন্যদিকে অনিয়ম করে আয় করা ইউটিউবারদের জন্য দরজা বন্ধ হয়ে যাবে।