
বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম সিনেমা ‘দ্য বা***ডস অব বলিউড’। টিজারে ব্যাঙ্গ ও ড্রামার মিশ্রণে গড়ে ওঠা এক ভিন্ন দুনিয়ার আভাস মিলেছিল। বুধবার এলো সিনেমাটি প্রিভিউ।
মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আরিয়ান খানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বাবা শাহরুখ খান ও মা গৌরী খান। চলচ্চিত্র অঙ্গনে প্রথমবার পিতা-পুত্র হিসেবে একমঞ্চে অংশ নিয়েছেন শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খান। আরিয়ান খান প্রথমবার নির্মাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন। ২০ আগস্ট সন্ধ্যায় শাহরুখ-আরিয়ানের সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে বলিউডের আকাশ-বাতাস। ছেলের জন্য কিং খান কখনো সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনো বা তাদের কাছে তুলে ধরলেন পরিশ্রমী আরিয়ানের কথা।
কৌতুকরসের মোড়কে চলচ্চিত্র শিল্পের কঙ্কালসার রূপ দেখালেন। কখনো সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প আবার কখনো বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে এমনই আভাস মিলেছে।
সিরিজের পরতে পরতে সারপ্রাইজ হিসেবে তারকামুখ রেখেছেন তিনি। প্রিটিজারেই দেখা গেল, সুপারস্টার সালমান খানের মেজাজ, কখনো বা পরিচালক-প্রযোজক করণ জোহরের অশ্রাব্য গালিগালাজ, আবার কোনো দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি, একগুচ্ছ চমক দিলেন প্রথম ঝলকেই। ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। সেই ঝলক দেখে মনে হতেই পারে যে, বিতর্ক-তালিকায় বলিউডের যেসব তারকাদের নাম বেশি বা ‘ব্যাড বয়’ বলে যারা পরিচিত, বেছে বেছে তাদের ক্যামিওই কেন রাখলেন আরিয়ান খান? উত্তর পেতে অপেক্ষা আরও একমাসের। কারণ আসছে ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তি পাচ্ছে।
সিরিজে অভিনয় করেছেন লাক্সিয়া, রাঘব জুয়েল, ববি দেওল, সালমান খান, রনবীর কাপুর, রনবির সিং ও শাহরুখ খানের ক্যামিওসহ বেশ কিছু বলিউড তারকা। এটি এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার ও তার বন্ধুদের গল্প, যারা বলিউডের বিশাল ও অনিশ্চিত জগতে নিজেদের জায়গা করে নেওয়ার লড়াইয়ে লিপ্ত।