
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে কক্সবাজার থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরলেও তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, অতিরিক্ত কাজের চাপের কারণেই ফারুকী অসুস্থ হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের সরকারি সফরে কক্সবাজার যান ফারুকী। তবে শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থ হয়ে পড়লে সফর বাতিল করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন–সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে ফারুকীর অংশ নেওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে বাকি কর্মসূচি বাতিল করা হয়েছে।
স্থানীয় সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।