উত্তরায় বিমান বিধ্বস্ত উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি ২৩ জন, নিহত ১৯
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক এ এস এম রাকিবুল ইসলাম আকাশ জানিয়েছেন, আজ সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে মোট ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪০-৪৫ জনের অবস্থা গুরুতর ছিল এবং তাঁদের শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। বিকেল ৫টায় প্রকাশিত আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের অবস্থান হলো:
- কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
- জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
- সিএমএইচ-ঢাকা: আহত ১৪, নিহত ১১
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত নেই, নিহত ২
- উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২
- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৬০, নিহত ১
- উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক বলে জানা গেছে, যা পুরো জাতিকে শোকের মধ্যে ফেলে দিয়েছে।