ইসরায়েলের আক্রমণে ১১০ ফিলিস্তিনি নিহত
গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন রাফাহতে খাদ্য সহায়তার জন্য জিএইচএফ কার্যালয়ের সামনে অপেক্ষমাণ ছিলেন।
আল জাজিরা জানায়, এই হত্যাকাণ্ডের পর কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে। একইসাথে, গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও জোরালো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা খাদ্য সহায়তার লাইনে থাকা মানুষের ওপর সরাসরি গুলি চালায়।